স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে গম্ভীর বলেন, 'এখন সময় এসেছে অধিনায়কের দল নির্বাচনে ভূমিকা পালন করার। কোচ ও অধিনায়ক দুজনকেই নির্বাচক কমিটিতে থাকতে পারেন। প্রথম একাদশ কী হবে, তা নিয়ে নির্বাচকদের কোনো মতামত থাকা উচিত নয়। প্রথম একাদশ পুরোপুরি অধিনায়কের নিজের দায়িত্বে ঠিক করা উচিত।
একইভাবে অধিনায়ক ও কোচকেও নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করতে দেওয়া উচিত। কারণ সেই দলের পারফরমেন্স তাদেরও দায়িত্ব থাকে।' এর আগে এমএসকে প্রসাদ জানিয়েছিলেন, 'আমাদের নিয়ম অনুযায়ী, অধিনায়কের মতামত থাকে। তবে নির্বাচনে ভোটিং প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না।'
গম্ভীর এই প্রসঙ্গে এমএসকে প্রসাদকে থ্রি ডি বিতর্কের প্রসঙ্গে বলেন, 'গত কমিটির বেশ কিছু সিদ্ধান্ত চমকে দেওয়ার মতো। কিছু বিবৃতি প্রধান নির্বাচকের কাছ থেকে আশা করা যায় না।' এর আগে একাধিক সাবেক ক্রিকেটার নির্বাচকদের অভিজ্ঞতার অভাবের কথা বলেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.