আইপিএল একটি অর্থলিপ্সু ক্রিকেট লিগ: অ্যালান বর্ডার
ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগের মধ্যে সব থেকে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)। বিশ্বের সবচেয়ে আর্কষণীয়-দামি এ টুর্ণামেন্ট। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডারের কাছে আইপিএল নেহাতই একটি অর্থলিপ্সু, অর্থ দখলকারী একটি ক্রিকেট লিগ!
চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে করোনাভাইরাসের কারণে হবে কিনা- তা নিয়ে এখন বড় সংশয়। সার্বিক যা পরিস্থিতি তাতে এই বিশ্বকাপ না হওয়ার আশঙ্কাই বেশি। আর বিশ্বকাপ না হলে সেই খালি সময়টা দখলের জন্য একেবারে ওঁত পেতে আছে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা-ব্যক্তিরা জানিয়েও দিয়েছেন- টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই সময়টায় আইপিএলের জন্য ব্যবহার করা হতে পারে।
এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার একটি রেডিওতে সাক্ষাৎকারে অ্যালান বর্ডার বেশ রাগের সঙ্গেই বলেন, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে আইপিএলও হবে না। যদি হয় তবে আমি সেই ব্যাপারে বড় প্রশ্ন রাখব। এটা তো (আইপিএল) শুধু অর্থ দখলদারী একটা টুর্নামেন্ট, তাই নয় কি?’