বলিউডে অনেক ছবিতে নেচে দর্শক মাতিয়েছেন ‘ধাক ধাক কন্যা’ মাধুরী দীক্ষিত। এবার শ্রোতাদের মন কাড়তে গান গেয়েছেন তিনি। এর শিরোনাম ‘ক্যান্ডেল’। শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এটি বের করেছেন ৫০ বছর বয়সী এই তারকা। ‘ক্যান্ডেল’ গানের বিষয়বস্তু আশা। লকডাউনে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন সবার। তাই কোভিড-১৯ মহামারিতে গানটি অনুপ্রেরণাদায়ক হতে পারে। সামনের সারির করোনা যোদ্ধাদের উৎসর্গ করা হয়েছে এটি।
মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে মাধুরী গাইছেন। এছাড়া বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের কাজ করার কিছু ফুটেজ দেখানো হয়েছে। এছাড়া আছে বিভিন্ন দেশের লকডাউনের চিত্র। ভিডিওর সবশেষে পর্দায় তুলে ধরা হয়েছে একটি বার্তা, ‘এটি সব করোনা যোদ্ধাকে উৎসর্গ করা হলো। তারাই সত্যিকারের নায়ক। আমাদের আশার আলো হিসেবে মোমবাতি জ্বালাতে হবে এবং একসঙ্গে আরও শক্তিশালী হওয়া দরকার।’
গানটি শেয়ার করে মাধুরী লিখেছেন, ‘ক্যান্ডেল-এর জন্য আমি খুশি, উদ্দীপ্ত ও কিছুটা নার্ভাস। এটি আমার গাওয়া প্রথম গান। সবাই উপভোগ করুন। আশা করি, গানটি আমরা যতটা উপভোগ করে সাজিয়েছি, আপনাদের ততটাই ভালো লাগবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.