কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার নতুন হটস্পট দক্ষিণ আমেরিকা, আফ্রিকায় সীমিত

বণিক বার্তা প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৫:০৩

ব্রাজিলে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। ভয়াবহ অবস্থা ইকুয়েডরেও।  গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, কভিড-১৯ মহামারীর নতুন হটস্পট এখন দক্ষিণ আমেরিকা। তবে দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল মহাদেশ আফ্রিকার কয়েকটি দেশে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করলেও মৃত্যু হার অন্যান্য অঞ্চলের চেয়ে কম। খবর রয়টার্স।

ডব্লিউএইচওর শীর্ষ জরুরি সেবা বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান বলেন, দক্ষিণ আমেরিকার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এক অর্থে অঞ্চলটি এখন কভিড-১৯ মহামারীর নতুন হটস্পট হয়ে উঠেছে। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। জরুরি এ পরিস্থিতিতে ঝুঁকি থাকলেও করোনায় চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগের অনুমোদ দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের সবচেয়ে জনবহুল শহর গুয়াইয়াকিল কভিড-১৯ মহামারীর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও