কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৪:৩৪

১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। চলতি সপ্তাহে তার সঙ্গে সভায় অংশ নেয়া এক কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হলো। শুক্রবার প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের খবর জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এরইমধ্যে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের করোনা পরীক্ষা করা হয়েছে।

তবে তার দেহে এ ভাইরাসের উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি। তারপরও সেদিনের সভায় উপস্থিত সবাইকে ১৪ দিনের জন্য কোয়ারিন্টেনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৮৫৯ জন। সূত্র: স্ট্রেইট টাইমস

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও