You have reached your daily news limit

Please log in to continue


করোনা চিকিৎসায় রেমডিসিভির ‘বিনামূল্যে’ দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

করোনাভাইরাস চিকিৎসায় প্রতিষেধক হিসেবে নিজেদের উৎপাদিত রেমডিসিভির ওষুধ দেশের সব করোনাভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসা প্রদানকারী সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তবে ওষুধটি কেবল করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। আজ শনিবার দেশের বাইরে থাকা বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা এনটিভি অনলাইনকে মুঠোফোনে এসব তথ্য জানান। রাব্বুর রেজা বলেন, ‘কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সরকার ফ্রি দিচ্ছে। আর আমরা আমাদের উৎপাদিত রেমডিসিভির ওষুধটি সরকারকে বিনামূল্যে দেব। তবে এ ওষুধটি কিন্তু সব সরকারি হাসপাতালে পাওয়া যাবে না। শুধু কোভিড-১৯-এর চিকিৎসা প্রদান করে এমন হাসপাতালে ওষুধটি পাওয়া যাবে।’ রাব্বুর রেজা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ইতিমধ্যে এক হাজার রেমডিসিভির হস্তান্তর করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। যখন কোনো হাসপাতালে দরকার হবে, তখন আমাদের জানালে আমরাই হাসপাতালে গিয়ে ওষুধটি পৌঁছে দিয়ে আসব। এর জন্য আমরা কোনো টাকা নেব না। একেকটি ওষুধের দাম সাড়ে পাঁচ হাজার টাকা। একজন মুমূর্ষু রোগীর জন্য পাঁচ থেকে ১০টিও ওষুধ লাগতে পারে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন