এবারের ঈদে তাদের অন্যরকম প্রার্থনা

আরটিভি প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৪:০৬

প্রতি বছরের ঈদে বিনোদন অঙ্গনে অন্যরকম রব থাকে। তারকাদের মনেও থাকে উচ্ছ্বাস। কিন্তু বিশ্বের এই সংকটময় পরিস্থিতিতে কেউই ভালো নাই। ঈদ নিয়ে পরিকল্পনা নেই বললেই চলে। লকডাউনের অন্য দিনগুলোর মতোই কারও কারও কাটবে ঈদের দিন। এপার-ওপার বাংলার দুই অভিনেত্রী জয়া আহসান ও নুসরাত জাহানের ঈদের আনন্দও যেন নিরামিষ। তারাও চান নতুন আগামী, পৃথিবীর সুস্থতা।

ঈদ নিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান গণমাধ্যমকে বলেন, ঈদ আর পয়লা বৈশাখ দুটোই বাঙালি জীবনের বড় পার্বণ। এবার অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে দুই পার্বণ কাটছে। ঈদ বড় ধর্মীয় অনুষ্ঠান। করোনার জন্য কড়া লকডাউনে দিন কাটছিল। কিন্তু ঈদ ঘিরে উৎসবের মেজাজে যেন ভাটা। করোনা ছিল। মড়ার ওপর খাঁড়ার ঘা আম্পান। তাই এ বার ঈদে শুধুই প্রার্থনা, করোনা, জরা, ব্যাধি সব যেন দূর হয়। সে প্রার্থনা করব বাড়ি বসেই। কোনও অতিথি আসবেন না।

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান বলেন, এমন কোনও ঈদ যায় না, যখন পরিবারের সকলকে আমি নিজে হাতে বিরিয়ানি বানিয়ে পরিবেশন করি না। কিন্তু এবারের ঈদে শুধুমাত্র নিজের পরিবারকে ভালো রাখার কথা ভাবার অবস্থায় আমরা কেউই নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও