কভিড-১৯ প্রস্তুতি এবং সংক্রমণ নিয়ন্ত্রণে মৌলিক কর্মকাণ্ডের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা ব্যাপকভাবে স্বীকৃত। অনেকগুলো ক্ষেত্রে এটা দৃশ্যমান হওয়ায়, বিচ্ছিন্নভাবে সেগুলোর সামাধান খোঁজা হয়েছে এবং সেসব উদ্যোগের মাঝে সমন্বয়ের অভাব থেকেছে। দুঃখ এই যে, এমন ঘোরতর সামষ্টিক সংকটকালেও তৃণমূল-পর্যায় অবধি খাদ্যবণ্টনে কূকীর্তি চলছে, যা গণমাধ্যমে এবং সামাজিক নেটওয়ার্কের মত-বিনিময় থেকে জানা যায়। সম্প্রতি একজন মন্ত্রী সরকারি নগদ অর্থ প্রদানে ব্যবহার্য তথ্যভাণ্ডারের (ডেটাবেজের) অপর্যাপ্ততার কথা উল্লেখ করেছেন, যেখানে সম্ভবত একই মাঠ-পর্যায়ের অপকর্মকারীরা তথ্য যোগান দিয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.