ভারতের দক্ষিণী তারকা অভিনেতা মহেশ বাবু সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সবার প্রতি মাস্ক পরিধান করার আহ্বান জানিয়েছেন, যাতে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া যায়। তেলেগু ভাষার জনপ্রিয় এই অভিনেতা তাঁর টুইটে লেখেন, ‘আমরা উন্মুক্ত হচ্ছি। ধীরে ধীরে, তবে নিশ্চিত হবেই। এমন সময়ে মাস্ক অপরিহার্য। যখনই বাইরে যাবেন, মাস্ক পরবেন। নিজেকে ও অন্যকে রক্ষা করতে এটি অন্তত আমরা করতে পারি।’ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ‘মাস্ক পরে থাকা আরামদায়ক’ উল্লেখ করে মহেশ বাবু আরো লেখেন, ‘এটি হয়তো অদ্ভূত দেখাতে পারে। হয়তো সময় লাগবে, তবে আমরা অভ্যস্ত হয়ে যাব। পদক্ষেপ নিন!
মহেশকে আগামীতে পরিচালক বামশি পেরিপল্লির ছবিতে অভিনয় করতে দেখা যাবে। ‘মহর্ষি’ ছবির ব্যাপক সাফল্যের পর এই প্রথম তাঁরা একত্রিত হচ্ছেন। এ ছাড়া শোনা যাচ্ছে, চিরঞ্জীবের আগামী ছবি ‘আচার্য’-তে বিশেষ চরিত্রে দেখা যাবে মহেশকে। তবে নির্মাতারা এখনো মহেশের থাকা না-থাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। মহেশ অভিনীত সর্বশেষ ছবি ‘সারিলেরু নিকিব্বারু’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। অনিল রবিপুরি পরিচালিত ছবিটি ২০০ কোটি রুপি আয় করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.