![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/May/23/1590218581956.jpg&width=600&height=315&top=271)
আইপিএল’কে অর্থলোলুপ টুর্নামেন্ট বললেন অ্যালান বর্ডার
আইপিএল কি?
কেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ভারতের এবং বিশ্বের সবচেয়ে আর্কষণীয়-দামী ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ।
তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডারের কাছে আইপিএল নেহাতই একটি অর্থলিপ্সু, অর্থ দখলকারী একটি ক্রিকেট লিগ!
কেন হঠাৎ আইপিএল সম্পর্কে এমন নেতিবাচক ধারণা হলো বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়কের? এই প্রশ্নের উত্তর মিলছে চলতি বছরের টি- টোয়েন্টি বিশ্বকাপের হওয়া বা না হওয়ার দুলনিতে! করোনাভাইরাসের কারণে চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি- টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা-তা নিয়ে এখন বড় সংশয়। সার্বিক যা পরিস্থিতি তাতে এই বিশ্বকাপ না হওয়ার আশঙ্কাই বেশি। আর এই বিশ্বকাপ না হলে ক্রিকেটের সম্ভাব্য সেই খালি সময়টা দখলের জন্য আইপিএল একেবারে ওঁত পেতে আছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা জানিয়েও দিয়েছেন-টি- টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই সময়টায় আইপিএলের জন্য ব্যবহার করা হতে পারে। জানা কথা আইসিসি তথা আর্ন্তজাতিক ক্রিকেট পরিমন্ডলে ভারত যদি কোন সিদ্ধান্ত নিজেদের স্বার্থে নিতে চায় তবে তার বাস্তবায়ন করাটা তাদের পক্ষে খুবই সহজ বিষয়। সেই বাস্তবতাই জানাচ্ছে, টি- টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে সেই সময়টা আইপিএলের জন্য ব্যবহার করাকে ভারতের জন্য খুবই সম্ভব।