You have reached your daily news limit

Please log in to continue


ঈদে খালি বাসায় মূল্যবান জিনিসপত্র রেখে যাবেন না: ডিএমপি

কভিড-১৯ মহামারীর মধ্যে যারা ঈদ উদযাপনের উদ্দেশ্য ঢাকা ছাড়ছেন, তাদের খালি বাসায় মূল্যবান জিনিসপত্র না রেখে ঢাকায় অবস্থান করা কোন আত্মীয়ের বাসায় রেখে যাওয়াসহ ১৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায়, ঈদ উদযাপনের লক্ষ্যে যারা ঢাকার বাইরে যাবেন, তারা তাদের বাসা অথবা ফ্ল্যাটের মেইন গেটে অটোলক ব্যবহার করুন এবং বাসাবাড়ি ত্যাগের আগে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করার কথাও জানানো হয়েছে। আর যারা ঢাকায় থাকবেন তাদের বাইরে ঘোরাঘুরি না করে নিজ বাসায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে- করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত থেকে বিরত থাকুন। ঈদের দিন ও পরবর্তী সময়ে বিনোদন কেন্দ্রে না গিয়ে নিজ ঘরে অবস্থান করে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করুন। ডিএমপির ১৪টি নির্দেশনার মধ্যে ৯টিই ঈদ জামাত কেন্দ্রীক। বলা হয়েছে- ঈদের নামাজের জামাতের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। জামাতের সময় মসজিদে কার্পেট বেছানো যাবে না। ধর্মপ্রাণ মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদের প্রবেশ পথে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলা হয়েছে। আর মসজিদের ওজুখানা ব্যবহার না করে প্রত্যেককে নিজ নিজ বাসস্থান থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। ঈদের নামাজের জামাতে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন