
করোনার বেশির ভাগ টুইট করছে বট
টুইটারে শেয়ার হওয়া করোনাভাইরাস সংক্রান্ত সব টুইটে কি আস্থা রাখা যায়? যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, করোনাভাইরাস নিয়ে যেসব অ্যাকাউন্ট থেকে টুইট করা হচ্ছে, এর প্রায় অর্ধেকের বেশি বট অ্যাকাউন্ট।
গত বুধবার এ তথ্য জানিয়ে গবেষকেরা বলেন, তাঁরা গত জানুয়ারি থেকে ২০ কোটি টুইট বিশ্লেষণ করে দেখেছেন, এতে ৪৫ শতাংশ টুইট যেসব অ্যাকাউন্ট থেকে করা হচ্ছে, তা মানুষের চেয়ে কম্পিউটারযুক্ত রোবটের মতো আচরণ করে।
বট অ্যাকাউন্টের পেছনে কোন ব্যক্তি বা গোষ্ঠীগুলি রয়েছে, তা এখনই বলা সম্ভব নয় । গবেষকরা বলেছেন যে টুইটগুলো আমেরিকায় বিভাজনকে লক্ষ্য করে হাজির করা হচ্ছে।
কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ক্যাথলিন কার্লে বলেন, 'এটি দেখে মনে হচ্ছে একটি প্রচার মেশিন। এটি রুশ ও চীনা প্লেবুকগুলোর সঙ্গে মিলে যায়। তবে এটি প্রমাণ করার জন্য প্রচুর উপযুক্ত ক্ষেত্র লাগবে।'