করোনা গোপন করে বিয়ে, নববধূর কারণে কোয়ারেন্টাইনে ৩২

ঢাকা টাইমস প্রকাশিত: ২৩ মে ২০২০, ১২:১০

করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ লুকিয়ে বিয়ে পিঁড়িতে বসেন এক তরুণী। বিয়ের পরই তার শরীরে কোভিড-১৯ এর উপসর্গ খুব দ্রুতই প্রকাশ পায়। পরে পরীক্ষায় নববধূর শরীরের ভাইরাসটি মিললে শ্বশুরবাড়ির সংস্পর্শে আসা ৩২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের জাটখেড়ি এলাকায়। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের জানিয়েছে, ২৫ বছরের ওই তরুণী কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। জ্বরের সঙ্গে সর্দি-কাশিও ছিল তার। সামনে বিয়ে থাকায় অ্যান্টিভাইরাল ওষুধ খেয়ে করোনাভাইরাসের উপসর্গগুলো দমিয়ে রাখেন তিনি। বিয়ের তিনদিন পর শ্বশুরবাড়িতে গিয়ে অসুস্থতা বাড়তে থাকে। পরে নববধূর নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসের পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।

বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল পজিটিভ এলে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। একই সঙ্গে তার সংস্পর্শে আসা ৩২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও