গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৭৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় নতুন করে ৪৩ জন আক্রান্ত হয়েছে। শনিবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ৩৩ জন, কালিয়াকৈর উপজেলায় ১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন অফিসের সূত্রে আরো জানা গেছে, গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে গাজীপুর সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় আক্রান্ত হয়েছে ৪৫১ জন। অন্য উপজেলার আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ১১১ জন, কাপাসিয়ায় ৮৩ জন, কালিয়াকৈরে ৮০ জন ও শ্রীপুর উপজেলার ৩৬ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ২২২ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৩ জন মারা গেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.