You have reached your daily news limit

Please log in to continue


ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মনের কথা’

ঈদে কণ্ঠশিল্পী ইভা রহমান হাজির হচ্ছেন ‘মনের কথা’ শিরোনামের গানের অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০.৩০ মিনিটে। শিল্পী ইভা রহমানের গাওয়া গান নিয়ে এ পর্যন্ত ২৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এসব অ্যালবাম থেকেই বাছাই করা হয়েছে গানগুলো। আর গানগুলো চিত্রায়িত হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে। সম্পর্কিত খবর এমপি হওয়া: শেষ পর্যন্ত মনের কথাটাই বলে দিলেন সাকিব৫০ লাখ পরিবারকে এককালীন আড়াই হাজার করে টাকা দিবে সরকারএতদিনে মনের কথাটা বললেন কাজল! শাহরুখ হ্যাঁ বললেই হবে প্রেমের নতুন ইতিহাস এবারের অনুষ্ঠানের গানগুলো নির্বাচন করা হয়েছে মন থেকে দূরে নয়, মনে আল্পনা এঁকেছি, মন সাগরে ভাসি, মন আমার, মনের মতো তুমি, মনের না বলা কথা, মনে পড়ে যায়, মনের শহর, মনের যে কথা এবং মন তরী অ্যালবাম থেকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন