
শিবগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় তৌহিদ হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল পৌনে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের খড়কপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদ হোসেন খড়কপুর গ্রামের বেনজির আহমেদের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) শামসুল আলম শাহ জানান, সকালে ওই এলাকায় পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিল তৌহিদ হোসেন। এ সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।