
গোবিন্দগঞ্জে মৃত যুবক করোনায় আক্রান্ত ছিলেন, স্ত্রীও পজেটিভ
সমকাল
প্রকাশিত: ২৩ মে ২০২০, ১২:০৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত সুদর্শন দেবনাথ করোনা পজেটিভ ছিলেন। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুদর্শন দেবনাথ করোনা পজেটিভ ছিলেন। তার স্ত্রী সুফলা রানীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তিনিও করোনা পজেটিভ।
তিনি বলেন, সুফলা রানীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। পরিবারের সদস্য ও নিহতের সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সুদর্শনের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ চলছে। করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।
এর আগে শুক্রবার সকালে করোনা উপসর্গ নিয়ে সুদর্শন দেবনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের নিবারন দেবনাথের ছেলে।