লকডাউনে থাকা ক্রিকেট সমর্থকদের বিনোদন দিতে মোট ১১টি লাইভ আড্ডার আয়োজন করেন তামিম ইকবাল। শনিবার এই আয়োজনের শেষ দিন। পরিকল্পনা ছিল বাংলাদেশের ক্রিকেটের পাঁচ মহাতারকা মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এক যোগে আড্ডায় মেতে উঠবেন। এই পর্ব দিয়ে ইতি টানবেন লাইভ আয়োজক তামিম। যদিও ব্যক্তিগত কারণে যোগ দিতে পারছেন না সাকিব।
কিংবদন্তি ওয়াসিম আকরাম থেকে হালের সেরাদের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি যুক্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের সঙ্গে। টাইগারদের বর্তমান দলের সদস্যদের পাশাপাশি ছিলেন সাবেকরাও। কখনও মহাগুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান আবার কখনও হাসি ঠাট্টায় মেতেছেন তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.