সৌদি আরবের সঙ্গে মিল রেখে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত হবে রোববার। করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে নিউইয়র্ক লকডাউন থাকায় সেখানে কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।
নিউইয়র্কে বাংলাদেশিদের প্রধান মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালনা পরিষদের সম্পাদক মঞ্জুর আহমেদ চৌধুরী জানিয়েছেন, তারা রোববার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে।
তিনি আরো জানান, জ্যামাইকা মুসলিম সেন্টার ভার্চুয়াল আয়োজনে ঈদের জামাতের খুতবা প্রচার করবেন ফেসবুক ও স্থানীয় টিবিএন টিভি চ্যানেলে।
জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার মসজিদের আয়োজনে এবার ডাইভারসিটি প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। সেন্টারের পরিচালক ইমাম কাজী কাই্যুম জানিয়েছেন, ভার্চুয়াল খুতবা প্রচার করবেন তারা ফেসবুক লাইভে। যুক্তরাষ্ট্রে এবারের ঈদে ফেতরা নির্ধারণ হয়েছে ১০ ডলার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.