You have reached your daily news limit

Please log in to continue


দিল্লীর রাস্তায় লুট হলো হকারের সব আম, ভিডিও ভাইরাল

মালিক নাই, তাই যে যেভাবে পারছে ঝুড়ি থেকে আম নিয়ে যাচ্ছে। হাতের মুঠোয় যা উঠছে- দুটি, চারটি, ছয়টি। পথচারী, অটোচালক এমনকি মোটরসাইকেল চালকও তার হেলমেটে করে আম নিচ্ছে। লুটকারীদের জটলায় রীতিমত একটি ট্রাফিকজ্যাম লেগে গেল। নিমিষেই শেষ হয়ে গেল ১৫ ঝুড়ির সব আম। দিল্লীর রাস্তায় দিনে দুপুরে এমন অমানবিকতা থেকে পুরো ভারতেই নিন্দার ঝড় উঠেছে। একজন প্রত্যক্ষদর্শীর করা ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিল্লীর জাগাতপুরি এলাকায় যেখানে ঘটনা, সেখানে লকডাউন কার্যকরে পুলিশ কাজ করছিল। গত বৃহস্প্রতিবার ফুটপাতের ফল বিক্রেতা ছোটে বলেন, ‘শুনতে পেলাম রাস্তা থেকে সামান্য দূরে একটি স্কুলের পাশে পুলিশের সঙ্গে কারো যেন মারামারি হচ্ছে। হঠাৎ কিছু লোক এসে আমাকে বলল তোমার ঠেলা (ঠেলাগাড়ি) সরাও। ফলে আমের ঝুড়িগুলো ফুটপাতে রেখে আমি ঠেলা সরাতে গেলাম। এসে দেখি সব আম লুট হয়ে গেছে। এখানে আমার ১৫ ঝুঁড়িতে ৩০ হাজার রুপির আমি ছিল, সব নিয়ে গেছে।’ ছোটে বলেন, ‘করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে লকডাউন থাকায় ব্যবসা-বাণিজ্য কিছুই করতে পারিনি। এখন কোনরকম পুঁজি নিয়ে রাস্তায নেমেছি তাও শেষ হেয় গেল। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি তারা এখনও কোন ব্যবস্থা নেয়নি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন