You have reached your daily news limit

Please log in to continue


শাড়িতে ঝড় তুলেছেন ঝুমা বৌদি

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় ভারতজুড়ে চলছে লকডাউন। তবে এ লকডাউনেই ফের ঝড় তুললেন ঝুমা বৌদি। ওয়েব সিরিজ দেখেছে আর ঝুমা বৌদিকে চেনেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া কিন্তু সত্যিই দুস্কর। চোখের ইশারায় কীভাবে কাত করতে হয় তা তিনি ভালোই জানেন। ঝুমা বৌদি মানে দক্ষিণী অভিনেত্রী মোনালিসার আবেদনে সাড়া দেননা, এমন ব্যক্তি কই? সম্পর্কিত খবর রামগতিতে আরও এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্তকরোনায় মৃত্যুর মিছিলে এসআই মোশাররফকরোনায় মৃত দুই শতাধিক লাশ দাফন করেছে কোয়ান্টাম উমা থেকে ঝুমা। উমা ছিলেন স্বস্তিকা, আর ঝুমা মোনালিসা। তবে উমার থেকে যেন ঝুমা একেবারে এক কাঠি ওপরে। শুধু ওয়েব সিরিজেই নয়, নিজের উষ্ণতাকে খবরে ধরে রাখতে, নিয়মিত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন। আর তা দেখেই ঠাকুরপো-রা একেবারে হইচই মাতিয়ে দিয়েছেন। তা এবার ঝুমা বৌদি নতুন কী করলেন? সম্প্রতি হাজার বুকে ঝড় তোলা ঝুমা বৌদি তার ইনস্টাগ্রামে শাড়ি পড়ে কিছু ছবি পোস্ট করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন