সাজু লাইফ সাপোর্টসাজু খাদেমের খপ্পরে পড়তে যাচ্ছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। দুজনই মজার মানুষ, তবে এবারের আয়োজনটা একটু ভিন্ন। ঈদের দিন অতিথি হিসেবে সাজু আমন্ত্রণ জানিয়েছেন জয়কে। দেখা যাবে দুই অভিনেতার টক্কর।
ঈদের দিন রাত সাড়ে ৯টায় প্রথম আলোর ফেসবুক পেজে দেখা যাবে প্রথম আলোর নতুন ফান শো ‘সাজু লাইফ সাপোর্ট’। ঈদের দ্বিতীয় দিন একই সময়ে এ অনুষ্ঠানে সাজুর অতিথি হয়ে আসবেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর। চাঁদরাতে আনুশেহ, ঈদে ফিডব্যাক ও হৃদয় খানঈদে ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানের বিশেষ পর্ব আয়োজন করেছে প্রথম আলো। এ আয়োজনে চাঁদরাত সাড়ে ১০টায় প্রথম আলোর ফেসবুক পেজে গান শোনাবেন আনুশেহ আনাদিল। ঈদের দিন একই সময়ে গান করবে ফিডব্যাক এবং পরদিন রাতে গান শোনাবেন দুই ভাই হৃদয় খান ও প্রত্যয় খান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.