
আত্রাইয়ে করোনা আক্রান্ত সবাই সুস্থ
সমকাল
প্রকাশিত: ২৩ মে ২০২০, ০৮:৪৮
নওগাঁর আত্রাইয়ে করোনা আক্রান্ত ৬ জনের সকলকে সুস্থ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে আত্রাইয়ে করোনা আক্রান্ত রোগী আর নেই।
শনিবার সকালে উপজেলা করোনা বিষয়ক কমিটির পক্ষে এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু সুস্থদের হাতে ফুল এবং ৫ প্রকারের ফল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। তাদের বাড়ি উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা ও ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর এবং বাঁকা গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি বলেন, মনোবল ঠিক রাখাতে প্রথম থেকে আমরা তাদের চিকিৎসা এবং নিয়মিত যোগাযোগ রেখে দিকনির্দেশনা দিয়ে যাছিলাম। আমি আশাবাদি ছিলাম তাদের সুস্থতা নিয়ে। সর্বশেষ তাদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠালে শুক্রবার রিপোট নেগেটিভ এসেছে এবং তারা এখন সুস্থ।