You have reached your daily news limit

Please log in to continue


করোনায় সাবেক জাসদ নেতার মৃত্যু, দলীয় নেতাদের শোক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক জাসদ নেতা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাংবাদিক সুমন মাহমুদ মারা গেছেন। শুক্রবার (২২ মে) বিকালে রাজধানীর আসগর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। জসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৃতুকালে সুমন মাহমুদের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী প্রফেসর ডা. পারভীন শাহীদা আকতার একজন ক্যানসার বিশেষজ্ঞ। সুমন মাহমুদের মৃত্যুতে শোক জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার। এক শোকবার্তায় তারা শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, ৬০ এর দশকে ছাত্রলীগের নেতা হিসেবে সুমন মাহমুদ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিএলএফ-এর সদস্য হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি জাসদের সঙ্গে যুক্ত ছিলেন। সুমন মাহমুদ ১৯৭৯-৮১ সালে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সক্রিয় দলীয় রাজনীতি ছেড়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন