ঈদ এলো। সত্যিই কি এলো! সন্ধ্যার আবছায়ায় আকাশে বাঁকা চাঁদ হাসবে ঠিকই, কিন্তু সেই হাসি কি ছড়িয়ে পড়বে ঘরে ঘরে? এবারও রমজানের রোজার শেষে ঈদ আসছে, তবে খুশির ডালা সাজিয়ে নয়, আসছে আনন্দ-আশঙ্কা-অনিশ্চয়তার অবিমিশ্রিত বার্তা নিয়ে। করোনার এই আকালের দিনে