You have reached your daily news limit

Please log in to continue


সকল ধর্মীয় উপাসনালয় খুলে দিতে বললেন ট্রাম্প

সকল ধর্মীয় উপাসনালয় খুলে দিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২২ মে) হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এক সংক্ষিপ্ত ঘোষণায় এ নির্দেশ দেন তিনি।   এসময় উপাসনালয়কে ‘দরকারি’ উল্লেখ করে ট্রাম্প বলেন, 'গীর্জা, সিনেগগ, মসজিদসহ সকল উপাসনালয় খুলে দিতে আমি গভর্নরদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের এখন কম নয়, বেশি করে প্রার্থনার প্রয়োজন।' এর আগে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ধর্মীয় উপাসনালয়গুলো খোলার ব্যাপারে কিছু বিধিনিষেধ জারি করেছিল। বৃহস্পতিবারের আগ পর্যন্ত তা হোয়াইট হাউজ অগ্রাহ্য করে। তবে শুক্রবার ট্রাম্প পুরো দৃশ্যটাই বদলে দেন।  ট্রাম্প আরো বলেন,  'কোন কোন গভর্নর এবর্শন ক্লিনিক বা মদের দোকানকে জরুরি হিসেবে খোলা রেখেছেন অথচ চার্চ খোলা রাখেন নি। এটা ঠিক না। প্রার্থনাকে জরুরি ঘোষণার মধ্য দিয়ে আমি এই অনাচারকে রুখে দিচ্ছি।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন