অভিনেতা ও ব্রডকাস্টার আদিল রায় এই ভিডিওতে যুক্ত করেছেন একঝাঁক পেশাজীবী ও তারকাকে। বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিদ ওই ভিডিওতে আদিল রায় বলেন, “অনেকেই হয়ত বাড়ি বাড়ি গিয়ে অথবা পার্কে জড়ো হয়ে ঈদ শুভেচ্ছা বিনিয়ের কথা ভাবছেন। কিন্তু আমরা সবাই যদি তেমন কিছু করি, তবে তা বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে।“রোজা আর ঈদের পবিত্র চেতনা বজায় রেখেই আমরা সবাইকে বলছি, আপনারা অন্যদের কথাও ভাবুন, দয়া করে সবাই ঘরেই থাকুন।”
এই ভিডিও বার্তায় যুক্ত হয়েছেন শিল্পী আরমিনা খান, শেফ ও উপস্থাপন নাদিয়া হোসেইন, ক্রিকেটার আজহার মাহমুদ, উপস্তাপক মেহরিন বেগ, অভিনয় শিল্পী আব্দুল্লাহ আফজাল, সাংবাদিক ও লেখক রাজেহ ওমর, ব্রডকাস্টার মোবিন আজহার, সাবেক চিফ প্রসিকিউটর নাজির আফজাল, ব্রডকাস্টার নওরিন খান, ক্রিকেটার সাকলাইন মুশতাক, প্রাইড অফ ব্রিটেন বিজয়ী মঈন ইউনুস, ব্রডকাস্টার কনি হক, ব্যবসায়ী ও উপস্থাপক সায়রা খান। ভিডিওতে একজন, প্রত্যেক বাড়ির একজন অন্য বাড়িতে শুভেচ্ছা বিনিময়ে যেতে পারেন, তবে বাড়ির বাইরে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে তাকে। আরেকজন বলেন, “আমরা কারো বাড়ির যাব না এই ঈদে। তবে আমরা সবার সাথে সাক্ষাৎ করতে পারি মোবাইলের ভিডিও কলে।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.