
করোনায় পরিণয়
প্রথম আলো
প্রকাশিত: ২২ মে ২০২০, ১৬:৫০
খোলা জানালায় তাকিয়ে পূর্ণিমার রাত দেখে ইলোরা। রুপার থালার মতো চাঁদটা ভেসে বেড়াচ্ছে আকাশে। ঝলমলে মায়াবী চাঁদ। বসন্তে জ্যোৎস্নার রাত যেন অন্য রাতের চেয়ে আলাদা। বসন্ত যেন প্রকৃতিকে তার রূপলাবণ্য জানান দিচ্ছে আমিই ঋতুরাজ, আমিই শ্রেষ্ঠ। দীর্ঘদিন লকডাউনে বন্দী থেকে একদম হাঁপিয়ে উঠেছে ইলোরা। পূর্ণিমা রাতে আজ যেন অন্য মানুষে পরিণত হয়েছে সে। তার ভেতরে আজ অন্য ধরনের আনন্দ কাজ করছে। মনে হচ্ছে সারা...