কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুরোনো গান ১৮ বছর পর প্রকাশ করবে ফিডব্যাক

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২২ মে ২০২০, ১৩:০৩

দেশের শুরুর দিকের ব্যান্ডগুলির একটি ফিডব্যাক। এ পর্যন্ত তারা ১০টি স্টুডিও অ্যালবাম বের করেছে। এর একটি অ্যালবাম ‘ওটু’। ২০০২ সালে অ্যালবামটি প্রকাশ হয়। এই অ্যালবামের জনপ্রিয় গান ‘এই মন মানে না মানা’ নতুন করে প্রকাশ করতে যাচ্ছে দলটি। এ বিষয়ে ব্যান্ডের অন্যতম সদস্য ফোয়াদ নাসের বাবু জানান, গানটিতে সবাই নতুন করে কণ্ঠ দিয়েছেন এবং বাজিয়েছেন। গানটির ভিডিও নির্মিত হয়েছে ঘরে বসেই।

শুক্রবার ইউটিউবে গানটি প্রকাশিত হবে। গানটি নতুন করে প্রকাশের বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে মনে হয়েছে, সুন্দর একটি গান কিন্তু কম প্রচারিত। তাই নতুন সংগীতায়োজনে প্রকাশ করলে গানটি শ্রোতাদের আকৃষ্ট করবে। আশা করছি, এই সময় গানটি শ্রোতাদের ভালো লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও