কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইস্ট লন্ডনে দারিদ্রতার মধ্যে বসবাস করে এক চতুর্থাংশের বেশি শিশু

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২২ মে ২০২০, ১০:৫৯

লন্ডনের কর্মজীবী পরিবারের প্রায় এক চতুর্থাংশের বেশি শিশু দারিদ্রতার মধ্যে বসবাস করছে বলে দ্যা এন্ড চাইল্ড পোভার্টি এবং লাফবরাহ ইউনিভার্সিটির যৌথ গবেষণা রিপোর্টে তথ্য প্রকাশ করা হয়েছে।গবেষণা রিপোর্টে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের দুটি নির্বাচনী আসনের শিশু দারিদ্রের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৮-১৯ সালে বেথনালগ্রীন এন্ড বো সংসদীয় এলাকায় কর্মজীবী পরিবারের ২৯ দশমিক ৭ শতাংশ শিশু দারিদ্রতার মধ্যে বসবাস করছে। আর পপলার এন্ড লাইমহাউস সংসদীয় আসনে এই সংখ্যা হল ২৫ শতাংশ। অথচ ১০১৪-১৫ সালে এই দুই সংসদীয় আসনে এই সংখ্যা ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৭ দশমিক ৫ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে