সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক নারীসহ ১৪০ জন বাংলাদেশি মারা গেছেন। রিয়াদ অঞ্চলে ৩৮ জন এবং জেদ্দা অঞ্চলে ১০২ জন বাংলাদেশির মৃত্যু খবর দিয়েছে কর্তৃপক্ষ।
করোনার পাশাপাশি স্বাভাবিক এবং হৃদরোগে আক্রান্ত হয়েও মারা যাচ্ছেন অনেক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা। বিশেষ করে বেকার, কর্মহীন হয়ে পড়া এবং বেতন না পাওয়া বাংলাদেশিরা দুশ্চিন্তায় সময় অতিবাহিত করছে। দেশে অনেকের পরিবার অর্থাভাবে চরম কষ্টে দিনাতিপাত করলেও বিদেশি পরিবার বলে সকল সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত রয়েছে। তাই, দুঃচিন্তা ও মানসিক চাপেও মারা যাচ্ছেন অনেকে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদেল আলী বৃহস্পতিবার জানান, গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৩২ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.