You have reached your daily news limit

Please log in to continue


১৮ ফুট দূরের ব্যক্তিও নিরাপদ নয়!

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ছয় ফুটের সামাজিক দূরত্বও যথেষ্ট নয়। সাইপ্রাসের নিকোসিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক সমীক্ষায় এমনটাই জানাচ্ছেন। গবেষকদের দাবি, করোনা আক্রান্ত কোরো ব্যক্তির কাশি থেকে যে ড্রপলেট বেরোয়, তা সামান্য হাওয়াতেও মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে ১৮ ফুট পর্যন্ত চলে যেতে পারে। অর্থাৎ ১৮ ফুট দূরে থাকা ব্যক্তিও সংক্রামিত হতে পারেন। যদিও ড্রপলেটে থাকা জীবাণু কতক্ষণ সক্রিয় থাকবে এবং কতদূর পর্যন্ত ছড়াবে তা বাতাসের গতি, আর্দ্রতা এবং তাপমাত্রার ওপর নির্ভর করছে। কাজেই বাড়ির বাইরে বেরিয়ে স্বাভাবিক ছ’ফুটের সামাজিক দূরত্ব মেনে চললেও, তা করোনা রুখতে আদৌ কার্যকরী ভূমিকা নেবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন