চীনের সেই মরুভূমি এখন মরুদ্যান!
নয়া দিগন্ত
প্রকাশিত: ২২ মে ২০২০, ০৮:২৫
মরুভূমি থেকে মরুদ্যানে পরিণত হলো মাওয়ুসু ডেসার্ট। উত্তর চীনের সঙ্গে মঙ্গোলিয়ার সীমান্তেই ছিল এই মরুভূমি। কয়েক দশরে কঠোর পরিশ্রমের পর চীনের ম্যাপ থেকে উধাও হয়ে গেছে আস্ত মরুভূমি। এখন সেই মরুভূমির ৯৩.২৪ শতাংশ এলাকাই সবুজে ঢেকেছে।
১৯৫০ সালেও মাওয়ুসু মরুভূমির বিস্তীর্ণ এলাকা ছিল পাথুরে ও বালুকাময়। চীনের উলিন টাউনের পাশে এই মরুভূমি থাকার জন্য বেশ সমস্য হতো শহরবাসীর। মাঝেমধ্যেই মরুঝডে. বালিতে ভরে যেত শহর।
এর ফলে তিনবার উলিন শহরকে জায়গা ছেডে. সরে যেতে হয়েছিল। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। তাই স্থানীয় গ্রামবাসীরা মরুভূমিতে গাছ-পালা লাগানোর কাজ শুরু করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মরুভূমি
- উদ্যান পরিদর্শন
- চীন