ঘূর্ণিঝড় আম্ফানে ২১ জেলায় ওজোপাডিকোর ক্ষতি ১০ কোটি টাকা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ মে ২০২০, ০৪:০৮
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের একাংশ নিয়ে গঠিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ২১ জেলায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন একথা জানিয়েছেন।
ওজোপাডিকোর এমডি বলেন, আম্ফানের কারণে ২১ জেলায় ৫৮১টি বৈদ্যুতিক পোল ভেঙে গেছে এবং ১৭৭৬টি পোল হেলে গেছে। এছাড়া কন্ডাক্টর ছিড়ে গেছে ৪৯০ কিলোমিটার। বিতরণ ট্রান্সফরমার বিকল হয়েছে ১১৪টি, ইনসুলিটর ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৬৬টি, পোল ফিটিংস সেট বিকল হয়েছে ২৩০৬টি এবং ক্রনিকটানা ছিড়ে গেছে ৪৬৯টি। প্রাথমিকভাবে এ তথ্য পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা করেছেন।