You have reached your daily news limit

Please log in to continue


এবার ঈদে ব্যতিক্রমী ধারায় ‌ইত্যাদি

জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার পরিবেশিত হবে ভিন্ন ধাচে। প্রতি ঈদেই গ্যালারী উপচে পড়া হাজার হাজার দর্শকের মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক এবং সাদর সম্ভাষণ। কিন্তু এবার করোনার কারণে এবার ভিন্ন ধাচে পরিবেশিত হবে ইত্যাদি। করোনাভাইরাসের কারণে সবকিছুর মতো থমকে গেছে ইত্যাদিও। তাই পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে, স্বাস্থ্যবিধি মেনে এবার চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি। তবে এবার সেই চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। সম্পর্কিত খবর শতাধিক দরিদ্র পরিবারকে ‘ঈদ উপহার’ দিলেন হিরো আলমবাড়ি ফেরার ঢল, ঢাকায় ফেরত পাঠাচ্ছে পুলিশঈদে যে পাঁচদিন বন্ধ থাকবে শপিংমল তবে আসন্ন ঈদেও দর্শকরা নিরাশ হবেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন