চেকপোস্ট বসিয়েও থামানো যাচ্ছে না জনস্রোত

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২১ মে ২০২০, ১৯:২৮

পরিবারের সঙ্গে ঈদ করতে বিভিন্ন জায়গা থেকে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। কোনো বাধাই যেন তাদের বাড়িতে যাওয়া থামতে পারছে না। সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব প্রকার গণপরিবহন বন্ধ থাকায় বাড়ি ফিরতে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করছেন তারা। কেউ ট্রাকে, কেউ পিকআপ ভ্যানে , কেউ কেউ মোটরসাইকেল ভাড়া নিয়ে আবার কেউ রড ও সিমেন্ট বোঝাই ট্রাকে চেপে ঘরে ফিরছেন জীবনের ঝুঁকি নিয়ে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর রয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ।

এ কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন লিংরোডে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। কোনো পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, ও জরুরি সেবা প্রদানে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য যানবাহন আটকে দিচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মহাসড়কে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে দলে দলে মানুষ ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, কাভার্ডভ্যানে করে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও