![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_230333_1.jpg)
রড বোঝাই ট্রাক উল্টে ঘরমুখো ১৩ শ্রমিক নিহত
বণিক বার্তা
প্রকাশিত: ২১ মে ২০২০, ১৬:০২
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের দুবলাগাড়ী নামক স্থানে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে একটি ট্রাক উল্টে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রডবোঝাই একটি ট্রাক উল্টে গেলে তারা ঘটনাস্থলেই মারা যান
পুলিশ জানিয়েছে, দুপুরে ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশে যাচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে দুবলাগাড়ী নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ১৩ জন আরোহী ঘটনাস্থলেই মারা যান। চালক ও সহকারী পালিয়ে গেছেন।