কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোয়ারেন্টিন শেষে অনুশীলনে রোনালদো

এনটিভি প্রকাশিত: ২১ মে ২০২০, ১৫:২৫

করোনার দুর্যোগে লম্বা সময় মাঠের বাইরে। লকডাউনের সময়টা নিজ দেশ পর্তুগালেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। লকডাউন শিথিল হওয়ায় নিজ শহর ছেড়ে ফিরেছেন তুরিনে। তবে ইতালিতে ফিরেই মাঠে ফেরা হয়নি তাঁর। অপেক্ষায় ছিলেন ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ার। অবশেষে শেষ হলো জুভেন্টাস তারকার কোয়ারেন্টিন। ঘরবন্দি জীবন শেষে মাঠের অনুশীলনে ফিরেছেন রোনালদো। অনুশীলনে ফিরে কতটা খুশি রোনালদো, সেটা তাঁর টুইটই বলে দেয়।

এক টুইট পোস্টে নিজের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ক্যাপশনে রোনালদো লিখেছেন, ‘ধৈর্য ধারণ করলে ও অবিচল থাকলে কঠিন সময় কাটিয়ে ওঠার পথ পাওয়া যায়।’

চলতি মাসের শুরুতে ইতালিতে ফেরেন রোনালদো। এত দিন তুরিনে সেলফ আইসোলেশন কাটিয়ে মঙ্গলবার অনুশীলনে যোগ দেন জুভেন্টাস ফরোয়ার্ড। গত মার্চ থেকে খেলাধুলা বন্ধ। এই সময়টায় সব খেলোয়াড়ের সময়ই কেটেছে পরিবারের সঙ্গে।

তবে আশার খবর হলো, ধীরে ধীরে ফিরছে ফুটবল। এরই মধ্যে ফিরেছে জার্মানের শীর্ষ লিগ বুন্দেসলিগা। ফেরানোর চিন্তা চলছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ বিভিন্ন ক্লাব ফুটবল। সেইসঙ্গে ফেরার কথা ইতিলিয়ান লিগ সেরি আও। সরকারের অনুমোদন সাপেক্ষে আগামী ১৩ জুন সেরি আ মাঠে ফেরানোর পরিকল্পনা করেছিল লিগ কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও