কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইফতারে ঝটপট ডিমের পাটিসাপটা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ মে ২০২০, ১৫:২১

ইফতারে পাটিসাপটার স্বাদ পাওয়া গেলে মন্দ কী! কিন্তু এটি তো সময়সাপেক্ষ ব্যাপার। কেমন হয় যদি ঝটপট এই পিঠা তৈরি করে নেয়া যায়? চলুন জেনে নেয়া যাক ইফতারের জন্য দারুণ সুস্বাদু ডিমের পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি- উপকরণ:দুধ দেড় লিটারপোলাওর চালের গুঁড়া ২ কাপডিম ১টিময়দা সিকি কাপচিনি আধাকাপচালের গুঁড়া ১ টেবিল চামচমালাই আধাকাপকুসুম গরম পানি পরিমাণমতো।

প্রণালি:দুধ ঘন করে অল্প অল্প চিনি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করতে হবে। সামান্য দুধ তুলে ঠান্ডা করে ২ টেবিল চামচ চালের গুঁড়া গুলিয়ে দুধ ঢেলে দিতে হবে। চুলা থেকে নামিয়ে মালাই মিশিয়ে আবার চুলায় দিয়ে একটু শুকনা শুকনা করে নামাতে হবে। ময়দা, চালের গুঁড়া, চিনি, ডিম ও পানি দিয়ে গুলিয়ে কিছুক্ষণ রাখতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও