মহামারী করোনায় চিকিৎসকদের পাশাপাশি সম্মুখযোদ্ধা হিসেবে দেশের সরকারি ও বেসরাকারি হাসপাতালে সেবা দিচ্ছেন অসংখ্য নার্স। ইতিমধ্যে নার্সদের করোনায় আক্রান্ত ছয়শ ছাড়িয়েছে। তবে এই প্রথম করোনায় প্রাণ হারালেন সেফালি রাণী দাশ নামের একজন নার্স।
বুধবার মধ্যরাতে তিনি মারা গেছেন। সেফালি দাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।। গত ২৪ এপ্রিল তার শরীরে করোনা শনাক্ত হয়। এদিকে সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নার্সদের বিভিন্ন সংগঠন। শোকবার্তায় তারা মৃত্যু বরণকারী নার্সের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.