You have reached your daily news limit

Please log in to continue


এবার ঈদে রেকর্ড করতে চান রাশেদ সীমান্ত

...হাতে গোনা কয়েকটি নাটকে অভিনয় করেই আলোচনায় আসেন তিনি। গত ঈদুল আযহায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মধ্য রাতের সেবা’ নাটকের মাধ্যমে সর্বপ্রথম সোস্যাল মিডিয়ায় ভারইরাল হন রাশেদ সীমান্ত। এর আগে দুয়েকটি নাটক প্রচারিত হলেও এ নাটকটি প্রচারের পরপরই আলোচনায় চলে আসেন তিনি। আসন্ন ঈদের একটি নাটকেও অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‌‌‘আমি রেকর্ড করতে চাই’। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে এ নাটকটি পরিচালনা করেছেন জিয়াউর রহমান জিয়া। নাটকে রাশেদ সীমান্তর বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। এখানে রাশেদ সীমান্তের চরিত্রের নাম নূরে আলম। তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন সুমনা চরিত্রে। নাটকে দেখা যাবে, নূরে আলম দুইবারের মাথায় অনেক কষ্টে মেট্রিক পাস করলেও পরপর তিনবার ইন্টার ফেল করে এলাকায় সে এখন তামাশার পাত্র। নূরে আলমকে সবচেয়ে বেশী দুর্বব্যহার সহ্য করতে হয় তার কৃপন বাবা জানে আলমের কাছ থেকে। চায়ের দোকানদার খালেক একদিন নূরে আলমকে বুঝায় ব্রোজেন দাস সাঁতার দিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলো এবং রেকর্ড করে গিনেজ বুকে নাম উঠিয়েছিলো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন