কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চুয়াডাঙ্গায় আম্পানে ঘরবাড়ি-গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি

বার্তা২৪ প্রকাশিত: ২১ মে ২০২০, ১১:৪৩

চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্পানে প্রবল বৃষ্টি ও ঝড়ে ঘর-বাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে।

বুধবার (২০ মে) রাত ১০ টা থেকে প্রচণ্ড গতিতে আম্পান আঘাত হানে এ জেলায়। রাত বাড়ার সাথে সাথে ঝড়ের গতিবেগ ও বৃষ্টিপাত বাড়তে থাকে। ঘূর্ণিঝড় আম্পানের কারণে চুয়াডাঙ্গা জেলায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।


এদিকে, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রশাসনের কর্মকর্তারা জানাতে পারেননি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় বুধবার ভোরে শুরু হয় মুসুল ধারে বৃষ্টি ও ধমকা বাতাস। বিকাল থেকে বাতাসের গতি বাড়তে শুরু করে। রাত ১০ টা থেকে ঘূর্ণিঝড় শুরু হয়।

রাত ১২টায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮২ কিলোমিটার। জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৮ মিলিমিটার। ঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি ও ফসলের মাঠের। ভেঙে পড়েছে রাস্তার পাশে থাকা বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, ঘূর্ণিঝড় আম্পানের মোকাবিলার জন্য আগে থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছিলো।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল ইসলাম জানান, চুয়াডাঙ্গায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮২ কিলোমিটার এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৮ মিলিমিটার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও