আশ্রয়কেন্দ্রে খাবার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা
পটুয়াখালী জেলায় বুধবার (২০ মে) সন্ধ্যায় দিকে তাণ্ডব শুরু করে ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন আম্পান। সরকারি বেসরকারি প্রায় সহস্রাধিক আশ্রয়কেন্দ্রে সরকারের পাশাপাশি দুর্গত মানুষদের খাবার দিচ্ছে ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংস্থা।
বুধবার (২০ মে) সন্ধ্যা থেকে বুধবার দিনগত রাত পর্যন্ত এসব দুর্গত মানুষদের শুকনো খাবার, খিচুরি ও পানি পৌঁছে দিচ্ছে জনপ্রতিনিধি, ব্যক্তি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা। পটুয়াখালী সদর উপজেলার জেনকাঠী ইউনিয়নের কয়েকটি আশ্রয়কেন্দ্রে রান্না করা খিচুড়ি বিতরণ করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেল।
এদিকে রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার দুর্গত মানুষদের জন্য ছয় হাজার প্যাকেট শুকনো খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়াও পটুয়াখালী ইয়ুথ ফোরামের মাধ্যমে দুর্গত মানুষদের জন্য শুকনো খাবার বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশন।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সরকারি ৯০৭টি ও বেসরকারিসহ প্রায় সহস্রাধিক আশ্রয়কেন্দ্রে পাঁচ লাখ মানুষ ও লক্ষাধিক গবাদিপশু আশ্রয় নিশ্চিত করা হয়েছে।