বানরের ওপর গবেষণার পর দুটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন মার্কিন গবেষকরা। তাতে দেখা যাচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তাতে করে পুনরায় আক্রান্ত হওয়ার সুযোগ নেই। গবেষকরা বলছেন, প্রথমবারের মতো এ নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেল।
গবেষকরা আরও বলছেন, কোভিড-১৯ প্রতিরোধে যে ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে এটা হবে তার জন্য একটা ইতিবাচক দিক। এছাড়া নভেল করোনাভাইরাসের প্রতিরোধে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তাও বেশ সুরক্ষিত। আর এই ধারণার পক্ষেও তাদের কাছে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তি রয়েছে। উল্লিখিত ওই দুই গবেষণার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, গবেষকরা ৯টা বানরকে করোনা সংক্রমিত করেছিল। সুস্থ হয়ে ওঠার পর আবারও তাদের দেহে করোনা সংক্রমিত করা হয়। এতে দেখা যায়, বানরগুলো পুনরায় কোভিড-১৯ আক্রান্ত হলেও তাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে; ফলে অসুস্থ হয়নি।
জার্নাল সায়েন্সে প্রকাশিত নিবন্ধটির লেখক এবং যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ভাইরোলোজি অ্যান্ড ভ্যাকিস রিসার্সের গবেষক ডা. ড্যান বারোচ বলেন, ‘প্রাপ্ত গবেষণা লব্ধ তথ্যে দেখা যাচ্ছে, পুনরায় আক্রান্ত হওয়া ঠেকাতে প্রাকৃতিকভাবেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.