কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দোয়া করে আল্লাহকে বলতাম ঈদের ড্রেস পাঠাও : মনীরা মিঠু

মনীরা আক্তার মিঠু। সবার কাছে মনীরা মিঠু বলেই পরিচিত। এদেশের অভিনয়ের আঙিনায় জনপ্রিয় এক নাম। পর্দায় যেমন তিনি সবার প্রিয় তেমনি পর্দার বাইরেও শোবিজের মানুষদের কাছে তার জনপ্রিয়তা দারুণ। নতুন প্রজন্মের শিল্পীরা তাকে মা বলে ডাকেন। মিঠুও সবাইকে স্নেহ ভালোবাসায় আগলে রাখতে জানেন। হুমায়ূন আহমেদের নাটক দিয়ে তার দর্শকপ্রিয় হয়ে ওঠা। এরপর বহু নাটকেই তিনি দর্শক মাতিয়েছেন সাবলীল অভিনয়ে। তার অভিনয়ের দ্যুতি ছড়িয়েছে সিনেমাতেও। এই অভিনেত্রীর রোজা, ঈদ ভাবনা ও করোনায় ঘরবন্দী সময়ে দিনযাপন নিয়ে লিখেছেন অরণ্য শোয়েব- গৃহবন্ধি জীবন কাটছে কেমন? মিঠু : আর সবারই মতো। বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়েছে ঘরেই। আমি ইন্ডিয়া থেকে ফিরেছি ১৩ মার্চ। এসে দুটো নাটকে কাজ করেছিলাম। মার্চ মাসের ১৮ তারিখ থেকেই ঘরে অবস্থান নিয়েছি। করোনা সবাইকে বেশ লম্বা সময়ের অবসর দিয়েছে। এই অবসরে আপনি কি করছেন ? মিঠু : এই সময়টা আমি কাজে লাগিয়েছি অসহায় ও আর্থিকভাবে খারাপ আছেন এমন মানুষদের সাহায্য করে। পরিচিত অপরিচিত মিডিয়ার ভেতরে বাইরে অনেককেই সাহায্য করেছি। লাইটম্যান, মেকাপম্যান, তাদের সহকারী, প্রোডাকশনের যে কেউই হোক যখন জেনেছি অমুক ভালো নেই যোগাযোগ করে তার জন্য ভালোবাসার হাতটি বাড়িয়ে দিয়েছি। আমি যতটুকু পেরেছি করেছি। সাধ্যমতো। আমি একজন শিল্পী, কিন্তু শিল্পপতি না। অনেক ইচ্ছে থাকলেও সাধ্যে হয় না। আমার সার্কেলে বিত্তবান যারা আছেন বন্ধু-ভাই তাদের কাছে হাত পেতেছি যে আমার অমুক শিল্পীটা বিপদে আছেন একে কিছু দাও। তাদের বিকাশ নম্বর দিয়েছি। তারা অর্থ প্রেরণ করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন