চ্যাম্পিয়ন হওয়ার পর পাইলটকে মেনে নেন তার শ্বশুর
করোনাভাইরাসের এই সময়ে ভক্তদের জন্য আনন্দের উপলক্ষ নিয়ে এসেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার আড্ডায় ভক্তদের সঙ্গে অজানা অনেক কিছুই শেয়ার করেন অতিথিরা। তামিমের সবশেষ লাইভ শো’তেও জানা গেছে এমন অনেক অজানা তথ্য। যেমন আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পরই খালেদ মাহমুদ পাইলটকে মেনে নিয়েছিলেন তার শ্বশুর। মঙ্গলবার তামিমের লাইভ আড্ডায় অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তিন অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট ও আকরাম খান।
কথাপ্রসঙ্গে পাইলট জানান, আইসিসি ট্রফির ফাইনাল ম্যাচে শেষ ওভারে জীবনের সবচেয়ে দামী জিনিস বিসর্জনের বিনিময়ে দলের জয় প্রার্থনা করেন তিনি। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করে ম্যাচটা জিতে যায় বাংলাদেশ, প্রথমবারের মতো আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টাইগাররা। ম্যাচ জিতলেও বাস্তবে বড় কিছু বিসর্জন দিতে হয়নি পাইলটকে। তার কথার সূত্র ধরে আকরাম বলেন, ‘পাইলট যেটা বলল যে সে আল্লাহর কাছে দোয়া করেছিল, শেষ ওভারে যেন ১১ রান করতে পারে। বিনিময়ে আল্লাহ তার সেরা জিনিসটা নিয়ে যাক এমন মানত করে।