আম্ফান মোকাবিলায় কাজ করছে স্বাস্থ্যখাতের ১৯৩৩টি টিম
ঘুর্ণিঝড় আম্ফান মোকাবিলায় স্বাস্থ্য খাতের ১ হাজার ৯৩৩টি টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গঠিত স্বাস্থ্য মিডিয়া সেলের আহ্বায়ক এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. হাবিবুর রহমান খান।
বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মিডিয়া সেল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মো. হাবিবুর রহমান খান বলেন, এগুলোর মধ্যে চট্টগ্রামে ১ হাজার ২১২টি, খুলনায় ৩০৩টি ও বরিশালে ৪১৮টি স্বাস্থ্য টিম রয়েছে। এই টিমগুলো আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ১৪ থেকে ২০ লাখ মানুষের ওষুধ সরবরাহসহ জরুরি স্বাস্থ্য সেবায় কাজ করবে।
তিনি জানান, স্বাস্থ্য খাতের স্বাস্থ্য সংক্রান্ত জরুরি ও সঠিক আপডেট তথ্য মানুষের কাছে নিয়মিত পৌঁছে দেয়ার জন্যই এই মিডিয়া সেল গঠন করা হয়েছে এবং সেভাবেই কাজ করছে।
ব্রিফিংয়ের সময় সেলের আহ্বায়ক বর্তমান সমসাময়িক স্বাস্থ্য সংক্রান্ত সর্বাধিক আলোচিত বিষয়গুলো তুলে ধরেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.