আইসিসি ট্রফির শেষ ওভারে যে মানত করেছিলেন পাইলট
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা অর্জনগুলোর একটি ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়। কেনিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচটিতে শেষ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ১১ রান। ম্যাচটি জিততে স্ট্রাইক প্রান্তে থাকা খালেদ মাসুদ পাইলট এক পর্যায়ে মানত করে বসেন। সম্প্রতি সেই ঘটনার বিস্তারিত জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দেশসেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ আড্ডা দেন আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু ও পাইলট। সেখানে আইসিসি ট্রফি জয়ের স্মৃতি রোমন্থন করেন তারা। নিজের অবস্থা বর্ণনা করতে গিয়ে পাইলট জানান, শেষ ওভারে জয় পেতে তিনি এতটাই মরিয়া হয়ে ছিলেন যে উত্তেজনার আতিশয্যে মানত করে বসেন। সেই সময় তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যে তার জীবনের সব থেকে দামি জিনিসটা নিয়ে হলেও যেন ম্যাচটা জিতিয়ে দেন।
ফাইনাল ম্যাচের শেষ ওভারের ব্যাপারে বলতে গিয়ে পাইলট বলেন, ‘ক্রিকেটাররা যে অনেক কিছু বিসর্জন দেয়, এইটা কিন্তু অনেকেই বোঝেনা। সেদিন ফাইনাল ওভারের সময় বাইরে থেকে অনেকেই অনেক কিছু বলছিল।