জেলখানার মতো জীবনযাপন করতেন পাইলটরা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২০ মে ২০২০, ১৫:০৪

বাংলাদেশের ক্রিকেট আজকের অবস্থানে আসার পিছে যে কয়জন কোচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের মাঝে একজন গর্ডন গ্রিনিজ। ক্যারিবীয় এই কোচের অধীনেই ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। মূলত কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে শিষ্যদের ট্রেনিং দিতেন তিনি, যাকে জেলখানার মতো জীবনযাপন করা হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হন গর্ডন গ্রিনিজ। মঙ্গলবার বাংলাদেশ দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে এক লাইভ সেশনে যোগ দেন গ্রিনিজের শিষ্য আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু ও খালেদ মাসুদ পাইলট। সেখানে কোচের ব্যাপারে নানা কথা বলেন পাইলট।  মঙ্গলবারের লাইভে পেছনে ফেলে আসা অতীত নিয়ে আলাপচারিতার এক পর্যায়ে ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের ব্যাপারে জানতে চান তামিম। এই ট্রফি জয়ের জন্য প্রচুর পরিশ্রম করেছিলেন খেলোয়াড়রা। তবে এর পেছনে মূল কারিগর ছিলেন গ্রিনিজই। কোচ হিসেবে গ্রিনিজের অবদান কত বেশি তা উল্লেখ করতে গিয়ে পাইলট বলেন, ‘ভালো খেলার জন্য যে ভালো ট্রেনিং দরকার, সেটা গ্রিনিজ আমাদের শিখিয়ে গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও