কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নির্ঝর-জুলির মিউজিক ভিডিও, সম্পাদনায় বালাম

মে মাসেই বাংলা সাহিত্যের দুই মহারথী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী। বিশেষ এ আয়োজন দুটি নিয়ে গানের ভিডিও তৈরির পরিকল্পনা করেছিলেন কণ্ঠশিল্পী জুলি ও রবীন্দ্রসংগীতশিল্পী নির্ঝর চৌধুরী। সবই ঠিকঠাক, কিন্তু লকডাউনের এসময়ে ভিডিওটি সুন্দরভাবে উপস্থাপন করবে কে? আর একাজে এগিয়ে এলেন জুলির ভাই সংগীতশিল্পী বালাম। নির্ঝর ও জুলির ভিডিও রেকর্ডিং শেষে সম্পাদনার টেবিলে বসে গেছেন তিনি। জানালেন, আগামী ২৪ মে ভিডিওটি দেখা যাবে ইউটিউব চ্যানেলে। সবই তো হলো, কিন্তু গানটির কথা কী নিয়ে, সেটাই তো জানা হলো না। জুলি জানালেন, ‘আমার মন কেমন করে’ আর ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’ নামের বিখ্যাত এ দুটি গান কোলাজ করে তৈরি করা হয়েছে। গান ও ভিডিও যে যারমতো বাসায় বসে করেছেন। এর সংগীতের কাজটি করেছেন নির্ঝর।নির্ঝর জানালেন গান নিয়ে পরিকল্পনার কথা। বলেন, ‘জুলি ও আমি সপ্তম শ্রেণি থেকে বন্ধু। আমরা ছায়ানটেও একসঙ্গে গান শিখেছি। যখন লকডাউন শুরু হলো তখন থেকেই আমরা পরিকল্পনা করছিলাম কিছু করার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন